আহুত  

এক গোধূলির ধূসরিমা আনে অনঘ এ আগমন,
মন ভুলেছিলো আসমানী রং, বিস্ময়ে ভরা লোচন।
মনে নেই কবে কৃষ্ণচূড়া পরেছিলো লাল টিপ,
কাঁচের চুড়ি ভেঙেছিল কবে তাও মনে নেই সঠিক।
তবলার তালে শিঞ্জন আজ বড়ই যে নিশ্চুপ,
সুমধুর ধ্বনি থেমেছে আনা হৃদয়ভরা যতো সুখ।


ইচ্ছা গুলো উড়তে পারেনি রোজনামচার ভারে,
মুকুরে আনন ডাকা পড়েছিল রেণুর আবরণে।
মেঘ বালিশের আড়ালে ছিলো রাতের অবসাদ,
সুখ-নিদ্রা থাকে যদি কভু, কি বা ছিলো তার সাধ?
আরেকটা দিন উল্টে দিলো ঝাপসা স্মৃতির পাতা ,
মন বলে তার সব ভুলে যাই, ইচ্ছারা দেয় বাঁধা।


অর্পিত ছিলো এই অনুরাগ নিয়তির দেওয়া বর,
অনুষঙ্গ-আরাধনা বলো, রত করা এক জ্বর।
আদর সোহাগে ছবি এঁকেছিলে আপন চিত্ত পটে,
খেয়ালী তোমার অনুভূতি যতো ভিড়েছিলো মোর তটে।
অদেখা প্রেমের কাব্যরচনা হয় যদি আরেকবার,
বেহুলা আমি তোমারই হবো....তুমি মোর লখিন্দর।