বড়োই অদ্ভুত,
হাসতে হাসতে কষ্ট দাও,
কাঁদতে কাঁদতে সুখ দাও।
ভালবাসি, তুমি আমার সব, তোমায় ছাড়া থাকা নয় সম্ভব।
আবার, ঘৃণা করি(অব্যাক্ত), তুমি খারাপ, তোমায় ভালোবাসা বে সম্ভব।
আাবার, বুঝো না কিছু, তুমিই আমার সব।
রাগ, ঝগড়া, মান-অভিমান,
দুঃখ, কষ্ট, সুখ, বেদনা।
কি লাগবে?
সব কিছুই তো পেলাম।
কোনো টা বেশি, কোনো টা কম।
ঝর্ণার পানি কখনো ফেরত আসে?
না।
কোথাও পানি আস্তে বৈ,
কোথাও বর্ষা এসে ভাসিয়ে নিয়ে যায়।
জীবন টা কি আলাদা?
আমি যখন বর্ষা হলাম,
তুমি বাঁধ নির্মাণ করলে নদীতে!
জানি, উজানে ফিরতে চাও,
আমার নৌকার টান যে ভাটির দিকে।
বিপদে ফেলাই দিলা কপিলা।