কিছু মানুষকে চেনা যায় মুখে,
কাউকে চেনা যায় তার ব্যবহারে,
আর কাউকে যায়না চেনা কোনো কালেই।
মানুষের যত নাম যত দেশ,
হয়তো তার চেয়েও বেশি রহস্য তাদের মুখোশে।
সস্তা স্বপ্নে পুর্ন কারো নয়ন,
তবু থেকে যায় অপূর্ণতা,তার পরেও কিছু পূরণ।
চলে যায় দিন কেটে যায় রাত,
কত মানুষের মাথায় দুঃ হাত॥
খোঁজ রাখে না তাদের কেও,রাখবে ই বা কেন?
কবে কে খোঁজ রেখে হয়েছে বড়?
#এখানে আমার প্রকাশিত প্রথম কবিতা এটা।