জীবন, এক রহস্যময় সম্পদ,
পোকার টেবিলে হাতের সমস্ত দান।
তোমার আর আমার ভালোবাসা,
উত্থান-পতনের চেনা পথের ভাষা।
জীবন এমনই, শেষে কী থাকে?
তুমি এক পথ বেছেছিলে, আমি আরেকটা।
ভালোবাসি আমরা, ভিন্ন এক রঙে,
জীবন আমাদের কঠিন পথে ফেলে।
লোক হাসুক, বলুক যা খুশি,
আমরা দুজন বোকা, তাদের গল্প শুনি।
তারা বলে পাগল, বলে উদাসীন,
আমাদের বাঁধনই সবার চেয়ে শক্তিশালী।
তুমি যা হও, তাতে আমার আপত্তি নেই,
দুটি ধারালো অস্ত্র যেন আমাদের প্রেম।
গর্ব পিষে দিই মানুষের সামনে,
আমার হৃদয় তো শুধু তোমার জন্যে।
জীবন এক লড়াই, জয় আর পরাজয়,
ক্ষতের উপর নুন আর লেবুর ছোঁয়া।
রক্তাক্ত হৃদয় পালাবার পথ খোঁজে,
নিষিদ্ধ ফলের খোঁজে আমরা বাঁচি।
তাই বলি, জীবন তো এমনই খেলা,
সুখে-দুঃখে ভরা এক বিশাল বেলা।