বিরহ বেদনা - চেতনা - ভাবনা,
আটকে রাখতে পারি না।
কি হবে - হবে না,
বলো না ভেবো না।
আমার আকাশের কালো মেঘ,
ঝরো বাতাস, কাকের ডাক,
বিধস্ত হাতির পথ চলা,
নিষিদ্ধ নেশা ভালোবাসা,
বলো না ভেবো না।
পরিবার- সমাজ - দেশ,
বেকারত্ব - পরাধীনতা,
তোমায় পেয়েও না পাওয়া,
বলো না ভেবো না।
কুরে কুরে মরছো নিজের ভেতর,
সাহস দিচ্ছ, পথ দেখাচ্ছ,
ভালোবাসায় আগলে রাখতে চাচ্ছো,
ভেবো না, ভাবি না।
সময় খুব বেশি হয়তো নেই,
জানি বোঝানো কঠিন, বলা অসম্ভব,
জীবন, জীবন হয়ে ওঠানো,
গভীর অমাবস্যা রাতে,
একাকী খালি হাতে,
দাঁড়িয়ে আছি শূন্যে শূন্যতা পূরণে।