বিছানার ঠ্যাং ভাঙা
তোশকেতে ছারপোকা।
ভাবছি কবে পাল্টাবো
টাকা কই দুর বোকা।
রাত করে ঘুমোই,
উঠি বেলা বারোটা।
ন্যাড়া ব্রাশে চুমোই
জোটে বাসি পরোটা।
ঠোঙা পেতে বসে খাই
ঘরে কোনো প্লেট নাই।
কল দিলে প্রেমিকা,
“বিকেলেতে ডেট চাই।“
না ধরি কল, না পড়ি মেসেজ,
পকেটেতে কড়ি নাই,
কে খাওয়াবে পিজ্জা,পাস্তা, সসেজ?
কিছু টাকা আসে ওই
করি ক’টা টিউশন।
পড়াশোনা, থাকা-খাওয়া
আর কিছু ডিসট্রিবিউশন।
মাস শেষে হাত পাতি
বন্ধু কিংবা বাসার ওয়াচম্যান।
চাইনাতো মরা হাতি
কিছু টাকা ধার দেন।
দশ টাকা গুঁজে ফোনে
রাতে মাকে কল করি।
খুব ভালো থাকার টোনে
অভিনয় ভালোই পারি।
রাতে খাবো কলা রুটি
সাথে সিগারেটও দু’টি।
সব মিলে বিশ টাকা-য়
আরেকটিদিন বেঁচে থাকা।
আরেক জীবনের স্বপ্ন দেখা।
রঙিন আলো গায়ে মাখা।
দিনশেষে ফিরে রুমে
ক্লান্তিময় গভীর ঘুমে
দেখি- জীবনে বেশি কিছু চাইনে,
ছোটখাটো একটা চাকুরি;
ভালো একটা মাইনে।।