আকাশ কাঁদার পরে
কোন রাতে কে কাঁদে!
শুনতে চাইনি কভু
কে মরছে আর্তনাদে।
কে ভীষণ চিন্তায়
দাঁড়িয়ে আছে ঠায়
রোদজ্বলা রাস্তায়!
কার আছে কত ক্লান্তি
হৃদয়ের শত বিভ্রান্তি!
সে কথা জানিনে
জানতেও চাইনে।
নিজে নিজে বাঁচি ভাই
কারো কূল পাইনে।
দিন এনে দিন খাই
সামান্যই মাইনে।
মুখে বিষ-বুলি মোর
অন্তরখানা সাচ্চা।
দু'টো টাকা ঠিকই দেই
দেখলে পথের বাচ্চা।
এর বেশি পারিনা
টানি পুরো সংসার।
এতো শুধু সূচনা
নেই উপসংহার।
যতদিন আছি বেঁচে
এই নির্দয় প্রাণী।
টেনে যাবো জীবনের
সব সুখের গ্লানি।
দুখ নয়, সুখই ঠিক
এমন সুখই দরকার।
অভিযোগ করিনা
এতো মোর অহংকার।