সাগরতলায় কদম ফুল পাওয়া যায় না,
তাই ভেলায় চড়া হচ্ছেনা।
নাগরদোলায় তোমার চুল হাওয়া খায় না,
তাই মেলায় ঘুরা হচ্ছেনা।
শীতের রাতে তোমায় জড়িয়ে ধরা যাচ্ছে না,
তাই বসন্ত বাসা বাঁধছেনা।
মৃতের সাথে আমায় পুড়িয়ে ফেলা যাচ্ছে না,
তাই অনন্ত আশা কাঁদছেনা।
আমি চললাম, আমার পথে
তুমি পিছু ফিরে চেয়ে রও।
আমি চললাম, শশান ঘাটে।
যদি তুমি কভু মৃত হও।
তুমি বেঁচে রবে নির্লিপ্ততায়
নিষ্প্রভে প্রখরায় নরকে।
আমি বেঁচে রব উন্মত্ত হয়ে
তোমার নিরয় অন্তিক সড়কে।
বেঁচে রব- নিরয় অন্তিক সড়কে।।