এক কমলিনীকে স্বর্গ দিয়েছিলাম
সে কোমল সশঙ্কের ঘাতক।
পীত শঙ্খিনীকে অর্ঘ্য ভেবেছিলাম
সে প্রবল আতঙ্কের জাতক।
সে মানবঘাতক; নতুবা বিশ্বাসঘাতক।
হৃৎ কম্পনে যার জিত হতো
তার কল্পে কতেকঅল্পে ব্রত।
ওহে বিজ্ঞ ভ্রাতা; হও তত্পর
আমি অজ্ঞ মানব, মরেছি;
তুমি মরে যেওনা, অতপরঃ
তোমার সংশয় শুদ্ধ করেছি।
আমি যাই, চলে যাই
আখেরী নিশ্রাম দুনিয়াই-
আমার ইস্তাফা; হোক ঠাঁই
নিরন্তর প্যারাডাই - জ।।