যদি এমন একটা শতাব্দী যায়; আনন্দ, সুখ এবং প্রেয়হীনতায়।
মনের ভিতর আঁধার আর দেহের মাঝে জড়তায়।
শ'বছর বাঁচা নিঠুর অপারগতায়!!
আমার বয়স একশো হলে আমাকে ঠাই দিও
আমি এক অপারগ নিভু নিভু ফানুশ
আমার বয়স একশো হলেও আমি শান্তিপ্রিয়
আমাকে চুম্বন কর, আমি তোমার মনের মানুষ।
তোমার বয়স একশো হলে আমাদের মৃত্যু হবে
গায়ে হলুদের রাতে আমাদের মৃত্যু হবে
বাঁটা চন্দনের ঘ্রাণে কাফন হবে, দাফন হবে।
ঘুঙুর পরা হুরপরীদের নৃত্য হবে।
তোমার সাথে মিলন হবে আমার স্বর্গে,
কিংবা হাসপাতালের মর্গে।
শ'বছর বেঁচে থাকার যে নীল রঙের আক্ষেপ
তা ক্রমশ ধূসর হবে, তুমি আমার হবে।
আমাদের বয়স একশো হলে মৃত্যু হবে,
তোমাকে পাওয়ার জন্য আমার মৃত্যু
আর আমাকে পাওয়ার জন্য তোমার।
অপারগতার ব্যর্থ যন্ত্রণা ধূলিসাৎ হবে
আমাদের বয়স একশো হলে.....