এই দুঃখময় পৃথিবীতে আমি এক মাতাল,
দুঃখের নেশায় নেশাগ্রস্ত;
শাস্তি আমার বদ্ধ পৃথিবী!
আমি বন্দী-
কী এক অচেনা মায়াজালে!
জরা-জীর্ণতা এবং শীর্ণতায় আমি পূর্ণ,
পেয়ালায় ঠোট রেখে-
অমৃত বদলে দুঃখ স্পর্শী।
সব অবসানের নেশায় উন্মত্ত হয়ে উঠি,
তবু পারিনা,বন্দী মায়াজালে!
শেষমুহূর্তে মনে পড়ে মায়ের চোখদুটো-
কী এক আকুলতা সেখানে!
তারপর বাবার মুখ-
শতব্যস্ততায়ও হাসি লেগে আছে!
অতপর,ছোটবোনের কন্ঠস্বর-
আপু,জন্মদিনে তুমি আমায় কী দেবে?
এরপর? আরো অনেক পরিচিত ছবি।
উন্মত্ততা কেটে যায়!
তিল তিল করে শেষ হই,
তবু পারিনা শেষ হতে;
আমি বন্দী-
জগত জীবনের কি এক অচেনা মায়াজালে!
**********************************
যখন নিজেকে বোঝার মতো জ্ঞান হয়নি, আমার মা আমাকে "আশাবাদী" করে গড়ে তুলছিলো।
তারপর যখন বুঝতে শিখলাম, নিজেই হতাশার বিরুদ্ধে লড়ে গেছি... নিজেকে আশাবাদী হিসেবে তৈরী করার চেষ্টা করেছি!
এর প্রভাব আমার পরিণত বয়সের লেখাগুলোতেও আছে। তবে অপরিণত অবস্থার দু'একটা লেখা আছে যেখানে হতাশা স্থান পেয়েছে, এই কবিতাটা তার মধ্যে অন্যতম...