খুবই সূক্ষ্ম এক অনুভূতি;
শেষরাতের হিম হিম স্বপ্নের মতো,
একটু ছোঁয়াতেই যে দিক হারায়!
অনুভূতির পেলব পথে হেটে চলি প্রতিনিয়ত,
এইপথে কাঁটা নেই!
ফুল আছে কী?
জানিনা....
শুধু এইটুকু জানি-
এপথের শেষে ব্যথা আছে!
একবিশ্ব সীমাহীন ব্যথা!

তবু কেন চলি !
কেনই বা আষ্টেপৃষ্ঠে লালন করি-
নিশ্চুপ গোধূলি রঙা হিম হিম অনুভূতি?