মা,
আজ তোমায় নিয়ে আর কবিতা লিখবো কি;
যখন তুমি নিজেই এক বিমূর্ত কবি!

তোমার খেরোখাতায়,
প্রথম পাতার গোটা গোটা অক্ষরে লেখা কবিতাটা-
যাকে নিঝুম রাতের শব্দ দিলে,
মাছরাঙাদের বর্ণ দিলে!
সাঁঝ আকাশের ছন্দ দিলে!

বড্ড চঞ্চল সে কবিতা!
ষড়বৃত্ত ছন্দে রোজ তার হুটোপুটি!
তবু আদরে আদরে আঁকড়ে রাখো!

মা,
তোমার নিয়ে আজ আর কবিতা লিখবো কী!
আজ যে আমি নিজেই তোমার আদুরে কবিতা!