দুঃখের উত্তাল মহাসমুদ্র সাঁতারে পাড়ি দেব বলে,
প্রাণপণে যতই দুহাতে তরঙ্গদের
উতরাতে চাই,
ঠিক ততবারই অজানা জলোচ্ছ্বাস,
আমার দৃঢ় প্রত্যয়কে ভেঙে চুরমার করে দেয়।
ক্ষত বিক্ষত করে দেয় হৃদয়ের প্রতিটি অঞ্চল।
ঠিক তেমনি তোমায় নিবিড় বন্ধনে বাঁধবো বলে,
যতই দুঃখ জয়ের কবিতা রচনা করি না কেন,
ঠিক ততবারই দুঃখ দহনে পুড়িয়ে,
ভস্মের সৌরভে মুগ্ধতা ছড়াও।
তবুও এ বেহায়া মন তোমায় ভীষণ ভালোবাসে বলে, অভিমান পুষে রাখতে পারেনা হৃদয়।
হৃদয়ের গভীরে সর্বদাই তোমার জন্য উদগীরিত হয় লাভার মতই জলন্ত ভালোবাসা ।
নীরবে পুড়ে আমি অঙ্গার হই।
বহু বার ভাবি মেঘের ডানায় ভেসে যাবো বহু দূর ।
কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির মত তোমার ছায়া আমায় আঁকড়ে ধরে।
দিনের প্রতিটি ক্ষণ সেই তোমাকেই ভালোবাসতে মশগুল থাকি।
তোমার স্পর্শ অনুভব করি মনের মনিকোঠায়।
তোমার মঙ্গল কামনায় মন্দিরে পিদিম জ্বালি।
আরাধনা করি তোমার ধ্যানে।
জলোচ্ছ্বাস একটা সময় শান্ত হয়।
তখন তোমারি বিরহে চঞ্চল হয় মন।