কঠিন আঘাত যখন দেহ মনে
গভীর ক্ষত সৃষ্টি করে,
তখন প্রয়োজন পথ্য, শুশ্রূষা আর অপেক্ষা।
লাশ, সে যত প্রিয় মানুষেরই হোক না কেন,
বাতাসে দুর্গন্ধ ছড়ানোর পূর্বেই তা দাফন করা শ্রেয়।
আপন সম্পর্ক গুলোতেও যখন মরণ ঘাতক ক্যান্সার বাসা বাঁধে,
তখন পরিত্রাণের একমাত্র উপায় দূরত্বে অবস্থান।
সময়ের পরিক্রমায় হয়তো কখনোবা তা ধীরে ধীরে স্বল্পতার শেষ ধাপে নেমে আসে।