ছোট্ট একটা শব্দ হ্যাঁ বা না।
জীবনের গতিপথ পাল্টে দেয়।
জীবনের চরম মুহুর্তে,
একটি ভুল সিদ্ধান্ত,
আমাদের জীবনকে শূণ্যের বৃত্তে আবদ্ধ করে।
জীবনটাকে নষ্ট কাগজের মতই
দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে নিক্ষেপ করে আঁস্তাকুড়ে।
তখন হৃদয়ে শুধু ঝরা পাতার মর্মর ধ্বনি, প্রতিধ্বনি হয় অবিরত।
হতাশা আর অন্ধকারের চাদরে ঢেকে দেয় বহমান বর্তমান।
চরম বিপদের সম্মুখীনে বিপর্যস্ত জীবন।
তখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে
এ পৃথিবীতে বেঁচে থাকা
অর্থহীন মনে হয়।
কিন্তু না–
পৃথিবীতে সমস্ত কিছুর চেয়ে জীবনটার একটা বিরাট মূল্য আছে।
মনি মুক্তাকেও হার মানায়।
ধীরে ধীরে বিশাল ক্ষতও শুকিয়ে ঝাপসা হয়ে আসে।
যদিও আমৃত্যু পুরোটা কখনোই সারেনা।
মৃত্যুর দুয়ারে না পৌঁছানো পর্যন্ত
জীবনটাকে বইয়ে নিতেই হয়।
সকল আঁধার কেটে একদিন
আলো কিন্তু ঠিকই আসে,
আসবেই।
ততদিন শুধু একটু ধৈর্য আর অপেক্ষা।