হে আমার ঈশ্বর,
কি লীলা বিলাসে মেতেছো তুমি,
তোমার সৃষ্টির  মর্তোদ্যানে।
কখনো জ্বলছে দাবানল, হচ্ছে খরা,
তো কখনো উন্মত্ত উত্তাল স্রোতে যাচ্ছে ভেসে ধরা ।
বাড়াও তোমার করুনার হাত,
দেখাও তোমার ঐশ্বরিক ক্ষমতা।
আবারো প্রমাণ করো তোমার শ্রেষ্ঠত্ব।
যেখানে মানুষ অসহায়,
তুমি হও বন্যার্তদের সহায়।
বাড়ছে জল, বাড়ছে হাহাকার,
ডুবছে মাঠ, ডুবছে তেপান্তর।
ভাসছে মানুষ, ভাসছে ঘর,
দুলছে স্বপ্ন, দুলছে আকুল মন।
জাগাও আশা, দেখাও দিশা।
মগ্ন থেকো না প্রভু অন্য কাজে,
দূর কর প্রবল বিধ্বংসী বন্যা,
রক্ষা কর এ সুর হৃদয়ে বাজে।
পাষাণ হইওনা হে বিধাতা, শোন
মৃত্যু আজ ঘরের কোণে কোণে।
তুমি ছাড়া আর নেই নিস্তার,
তোমার প্রেমের হস্ত কর বিস্তার।
বানভাসি মানুষেরে কর ত্রান,
বন্যার্তরা যেন ফিরে পায় নব প্রাণ।