আমি আমার প্রিয় শহরে এখনো বেঁচে আছি।
ভালো আছি।
মাঝে মাঝে কিছু চাপা দীর্ঘনিশ্বাসের ধোঁয়া শরতের নীলাকাশটাকে অন্ধকারে ঢেকে দেয়।
তবুও সকল অবসাদ ঝেড়ে উঠে দাঁড়াই,
দুঃখের পতাকা বহন করেই,
বিজয়ের কেতন উড়াবো বলে।
আমি দেখি তোমার শহরে ঝলমলে বর্ণালী বসন্ত,
আর আমার বাগান বাড়ি পুড়ে ছারখার।
তবুও কিছু স্বপ্ন ফেরি করছি পথে পথে,
কারন স্বপ্ন পথের পথিক আমি।
ধ্বংস থেকেই পুনর্জন্ম এই বিশ্বাসে, ফিনিক্সের মতই বেঁচে আছি।
নিজের তৈরি আগুনে ভস্মীভূত হয়ে
সেই ভস্ম থেকেই দীর্ঘায়ু আর অমরত্বের শিশু ফিনিক্সের জন্ম।
মাঝেমাঝে ভয় শিউরে উঠি, দেখি আগুনের লেলিহান শিখায় জ্বলছে প্রান্তর।
স্রোতস্বিনী নদীর মত অগ্নুৎপাতের লাভা প্রবাহিত হয়ে জ্বলছে দিগন্ত।
সেই দিগন্ত বিস্তৃত জ্বলন্ত অগ্নিই যেন একসময় সূর্যকে স্পর্শ করে ।
সেই মহাশক্তির আধার রবিই  
যেন মহাপ্রতাপে পাপ, তাপ, কালিমা ধুয়ে মুছে পুড়িয়ে একসময়,
নব দিনের সূচনা করবে।