রৌদ্র মেঘের লুকোচুরি খেলা,
কাটে ভাদ্রের সারাটি বেলা।
আচমকাই এক পশলা বৃষ্টি ধারা,
পরক্ষণেই অনুভূত উষ্ণের রুক্ষতা।
হোক না বৃষ্টি, তবুও ফুরিয়েছে বর্ষার আয়ু,
প্রকৃতির মাঝে বইছে শরতের স্নিগ্ধ বায়ু।
শরতের শুভ্রতা ঐ কাঁশ ফুলে ফুলে,
মন ময়ূরী মৃদু হাওয়ায় উঠে দুলে দুলে ।
জলে ভাসে শাপলা, পদ্ম, পুঁই,
ডাঙায় ফোঁটে শুভ্র শিউলি, জুঁই।
পুঞ্জ পুঞ্জ পেঁজো তুলোর ভেলা,
এ যেন ভাদ্রের সূচনা, আশ্বিনের পূর্ণতা।