পুরনো প্রাসাদটার গা বেয়ে বেয়ে
জানালা দিয়ে এসে ঢুকছে, ভৌতিক রোদ -
এই আছে, এই নেই ৷
সেই রোদে প্রাসাদের কেউ
স্নান করতে আসেনা,
তারা লুকিয়ে বেড়ায় - আলো এড়িয়ে
ছায়াময় স্থানে, ছায়া হয়ে ৷
চাঁদের আলোয় মায়া ঝিলমিল
পরীরা নেমে আসে, সে মায়ার আকর্ষণে,
তাদের নূপুরের রুমঝুম শব্দ
সমস্ত প্রাসাদে ভারী সুর তোলে ৷
সবাই সে সুরের ছন্দে
মেতে ওঠে নৃত্যে,
প্রাসাদময় যেন এক
অদ্ভুত নাচের উৎসব চলে ৷
রাতভর চলে এই জল-তরঙ্গ
ক্লান্ত পরীরা ফিরে চলে, ভোর হলে ৷
দিন হলে প্রাসাদবাসীরা আবার
ঘুরে ফেরে নিঃশব্দে, অশরীরীর মত ৷
আমিও থাকি সেথায়
তবে আমি অশরীরী নই -
আমিই বুনি এই ভৌতিক স্বপ্নের ধুম্রজাল
অচৈতন্যে দেখি কুয়াশাচ্ছন্ন হিম সকাল !