বিকালের ঝিরঝিরে বাতাসে
চিলেকোঠার দরজায় দাড়িয়ে,
সদ্য জেগে ওঠা
ঘুম জড়ানো চোখে -
পানির ঝাপটায় ক্ষানিক সতেজতা ৷
কি যেন এক প্রবল আকর্ষণ
টেনে এনেছে ভারী পা দুটোকে,
ঘুম যেন তবু হার না মানা ৷
অনেকদিন কোনো চিঠি পাওয়া হয়নি
অনেকদিন যে বৃষ্টি হয়নি, ওঠেনি রংধনুও
কেমনে আসবে তবে ভালবাসার বারতা
কেমনে লেখা হবে অনুভবের কবিতা !
বৃথাই শুধু ঘুম ভাঙ্গিয়েছে কোকিল
বৃথাই তবে এতদূর আসা,
স্বপ্ন দেখা শুধু মেঘলা দিনের
স্বপ্ন দেখা বৃষ্টি ছোঁবার
রংধনুর সাত রংয়ে আশাগুলো রাঙ্গাবার ৷
স্বপ্ন থেকে মন ফিরিয়ে
পা বাড়ানো ফিরতি পথে,
তখনই খুঁজে পাওয়া টেলিগ্রাম,
বৃষ্টি আর রংধনুকে না পেয়ে
বাতাস এসেছে জানাতে-
"শুভ নববর্ষ
ভালবাসি তোমাকে ৷"