এক মুঠো রোদ্দুর এসে ঢুকলো
ভোরের জানালায় -
তাতে পলাশ ফুলের রক্তিমতা,
ভয় পেলাম
এত রক্ত, এত রক্ত !!!
নানান ফুলের সৌরভে
টের পাওয়া যাচ্ছে ফাল্গুনের উপস্থিতি,
কোকিলের অতি মৃদু, মিষ্টি কন্ঠে
বসন্তের রং ।
শীতের শুষ্কতাকে পরাজিত করে
নব পল্লবে, নব আনন্দে
উৎসব চলছে প্রকৃতিতে ।
তবু আমার চোখে
কেন এত করুণ হয়ে ধরা দিচ্ছে
আজকের এই ফাগুন দিন ?
বাইরে বেরুলাম-
ঝিরঝির হাওয়ায় ভেসে এল
অগণিত-অজস্র মানুষের দৃপ্ত, ভারী কণ্ঠস্বর ।
উত্তাল দৃঢ় শ্লোগানে-
ভী-ষ-ণ আলোড়িত হলাম আমি !
আমার কন্ঠে বেজে উঠলো
"রাষ্ট্রভাষা বাংলা চাই" ।
অবাক হয়ে ভাবলাম...
১৯৫২ সালের সেই ভাষাসৈনিকেরা
ঘুমাতে দেবেনা, কখনো না -
চির জাগ্রত করে রাখবে তারুণ্যের চেতনাকে ।
আর ভুলতে দেবেনা কখনো কোন একুশকে-
সেদিনের সেই রোদ্দুর, সেই পলাশ ।
ফাগুনের আগুন প্রজ্বলিত করে রাখবে
মাতৃভাষার মশাল ।
বসন্তের রূপ যত কোমলই হোক,
একুশে ফেব্রুয়ারি-
চির ভাস্মর করে রাখবে
ভাষা শহীদদের বিরল আত্মত্যাগকে ।
নুয়ে আসে মাথা
তাঁদের প্রতি গভীর শ্রদ্ধাবোধে,
আজ বিশ্ব মাতৃভাষা দিবস
ভীষণ গর্বে তাই বুক ভরে ওঠে ।