প্রতিটি মুহূর্ত কাটে ,              
তুমি সরে যাও দুরে,                          
বাড়ে হারাবার নিশ্চিত ভয়.....

মুহূর্ত গুলো একে অপরকে পরপর সাজিয়ে,
এসেছিল তুলোর মত ভেজা মেঘের ডানায় ভেসে ,
যাবার সময় সেই-ই মুহূর্ত এখনো ঘড়ির কাটায় !

সময় তো একমুখী, চলমান-ধ্রুব
তবু তাকে যাওয়া আসার ছকে বাধা ...
হারাবার মুহূর্ত আমি সাজাব শোকেসে ,
তাই বন্দী করলাম এই শব্দমালায় !!!

দীর্ঘ শতবছর পরে,
আবার তোমায় দেখব বলে-
দীর্ঘ হোক আমার আয়ু.............!!



বিঃদ্রঃ এই কবিতাটি ১২/১২/১২ তারিখটিকে স্মরণীয় করে রাখবার উদ্দেশ্যে, দিনটির ক্রান্তিলগ্নে লেখা হয়েছিলো ।তবে কবিতাটি পড়ে অনেকেরই মনে হতে পারে প্রিয়জন হয়ত সেদিন অন্য কারো হয়ে গেছে :)