একফোঁটা জল তোমায় দিলাম
তুমি বললে এ-কি !
আমি বললাম, এ আমার চোখের পানি -
যতন করে রেখো তুমি, যেন হারিয়ে না যায়,
এ-হারালে, তুমি হারাবে আরও অনেক ৷
তুমি অবাক - এ কঠিন বাক্যবাণে,
-'কেমনে এ বিন্দু জল রাখব আমি ধরে' ৷
তোমার ভাবনা, ভাবিয়ে তুলল আমাকেও ...
তোমার চোখে শুন্যতা
আমার চোখে অস্থিরতা,
তবে কি তুমি পারবেনা
পাশ করতে এ পরীক্ষা !
বললাম তোমায় এবার,
শেষ ভয় দেখাতে -
'ঐ একফোঁটা জল ছাড়া
আমি সজীবতা হারাই যে !
সে সঞ্জীবনী স্পর্শ ছাড়া,
আমি নিশ্চল ৷'
আমার চোখের জল শুকিয়ে যাবে -
এমন শেষ সময়ে,
তোমার মুখে তৃপ্তির স্পর্শ,
চোখের তারা সজল ৷
তুমি বললে--
'তোমার বেদনার জলটুকু আজ
নির্ভয়ে শুকিয়ে যেতে দিলাম আমি,
শুধু আমার চির নব ভালবাসার মায়ায়
আমি ভিজিয়ে রাখব, তোমার দুটি আঁখি ৷'