তুমি চলে যাচ্ছিলে ,
আর আমি বলছিলাম-
"আমার শেষ কথাটা শুনে যাও" ৷
তুমি অচেনা অভিমান নিয়ে
-চলে গিয়েছিলে
আমি পারিনি ঠেকাতে তোমাকে ৷
তারাদের মজলিশ, বসেছিল - সে রাতে,
তুমি আর আমি যেন -
হয়েছিলাম সঙ্গী তাতে ৷
গেয়েছিলাম গান আর
বেসেছিলাম ভালো একে-অন্যকে !
হঠাৎ করেই পুরনো আত্মগ্লানি,
জানাতে চাইলো তার অবস্থান ৷
আমিও গান থেকে,
চলে গেলাম হিসেব-নিকেশের জগতে,
আমার অনেক ছোট ছোট চাওয়াগুলো
মেলে ধরলো অপূর্ণতার ডানা ৷
সে ডানা আরও প্রসারিত হলো
তোমার নিস্তব্ধতায়
তোমার অভিব্যক্তির খোঁজে তাকাতেই,
তারার আলো তা আরো অস্পষ্ট করে দেয় ৷
চিন্তায় কপালের ভাঁজে,
জমে আঁধারের প্রগাঢ়তা ৷
আমার অনেক অনেক অভিমানী দোষারোপ,
অতিক্রম করে তোমার ধারণ ক্ষমতা ৷
তুমি দুর্বল কাঁপা কাঁপা পায়ে
অতি সন্তর্পণে সরে যেতে থাকো দুরে
অভিমানকে - অভিযোগ ভেবে
কঠিন-ভীষণ-কঠিন শাস্তিটা আমাকেই দিলে !
আর আমি চেয়েও পারলামনা,
তোমায়- অভিমানের ইতিবৃত্তে বেধে
তোমার ভালবাসা মাখা -
অযৌক্তিক যুক্তিখন্ডন মেনে নিতে,
কিংবা আমার শেষ কথাটা বলতে ......
সেই সেদিনের শেষ কথাটা
আজও বুকে বেশ ভারী হয়ে থাকে
বলতে না পারার যন্ত্রনায় ৷
তার পরিবর্তিত রূপ যে আজ দাড়িয়েছে
"আমি আজও ভালবাসি (শুধু) তোমাকে" !!!
ছোট্ট কিছু অভিমানের মৃদু বাতাস-
তোমাকে অভিযোগের ঝড়ে হারিয়ে ফেলা -
আর অনুচ্চারিত কিছু শব্দে গড়া শেষ কথাটি,
এ সবকিছুর উর্ধ্বে আজও বর্তমান,
তোমার প্রতি অজেয় অকৃত্রিম "আমার ভালবাসা" !!!