বার বার চলে আসো তুমি
বার বার ঢুকে পড় ৷
আমার নিষেধ অমান্য করে,
কেন কর-
অনধিকার প্রবেশ ?!!
হয়তবা একটু হাসিই ছিল অজুহাত
হয়তবা হেসেছিলাম তোমার পানে চেয়ে ৷
তাই বলে চুপিসারে - অগোচরে
সৈন্য - সামন্তের কড়া পাহারা উপেক্ষা করে
তুমি দখল করবে আমার সাম্রাজ্য !!
আমার মুকুট মাথায়, করবে শাসন আমায় !
কেমনে নিই এ পরাজয় মেনে ৷
তোমার এ রাজ্যজয়ের দুরভিসন্ধি পেয়ে
অদূর ভবিষ্যতের পরাজয় এড়াতে,
করেছি তোমায় শাসন-
কেড়েছি প্রহরীর ঘুম,
তবু তুমি এলে, কি করে এলে !?!
শুধু একবারই নও
বার-বার, বহুবার - তুমি আসো,
আমাকে পরাজিত কর, প্রতিক্ষণে বার-বার
বহুবার......