ফুলের কথায়, পাখির সুরে
গাইছি আমি গান,
কীবোর্ড বাজায় বাতাস সেথায়
আনে মিষ্টি কি এক ঘ্রাণ ৷
ফুলের মিষ্টি সৌরভ আর
স্বপ্ন মাতায় প্রাণ,
মনের মাঝে আশারা তাই
আজ ধরেছে তান ৷
সকাল বেলার পাখিরা আমায় -
শিখিয়েছে রাগ ভৈরব,
তাইতো এখন বিস্তার করি
গায়ে মেখে - সোনালী রোদ ৷
ভোরের রোদ চোখের পাতায়
সৃষ্টি করে রংধনু
সাত রঙ্গে সাত সুর
মেলায় যেন মন তনু ৷
রিদম দেয় কচি লতা
বাতাসের মৃদু দোলায়,
বেচারা দোয়েল এসে দেখে
কিছুই তো আর বাকি নাই ৷
সে তাই দেয় মনের দুঃখে
তার স্বভাবসুলভ মিষ্টি শিস,
শিস তো নয়, এটা যেন
গানের মাঝে এক দারুণ রিমিক্স ৷
আর কিছু নেই বললো কে ?
বলে, নামলো এক বটের দাড়ি,
লাউয়ের খোলে বাজালো সে
কী এক মধুর ডুগডুগি ৷
সকল অভাব মিটলো আমার
গানটি পেল পূর্ণতা,
বন্ধুরা সকল পাশেই থেকো
প্রতিদিন - সারাবেলা ৷