অপূর্ব সৌন্দর্য নিয়ে ,
দৃঢ় প্রত্যয়ের সাথে, বলিষ্ঠ সত্যের পথে
অবিরাম পথ চলে এক রমণী ৷

তার স্নেহের সুদীর্ঘ আঁচলতলে
শীতল ছায়ায় নিদ্রিত শিশু নিশ্চিন্তচিত্তে ৷
তার সবুজ শাড়ির আঁচলে হাজার রঙের খেলা
উজ্জল আভায় টিপটা শোভা পাচ্ছে কপালে -
     তার সাজে প্রকৃতি সাজে
     সকাল-দুপুর-সাঝে
     ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন আঙ্গিকে ৷
মনে তার বাতাসের গান
চুলে তার ভাসে ফুলের সুবাস,
দিগন্তে মেলে আঁখি
উষার সূচনাতে ......৷

কখনো সে শুভ্র
কখনো বা খরতাপে রুক্ষ
কখনো সে কাঁদে অঝোরে
কখনো উন্মাদিনী ঝড়ো হাওয়া সে ৷
কখনো সে পুষ্পিত,
               চঞ্চলা মনোহরিনী
আর কখনো তার সমস্ত জুড়ে
সবুজ-টিয়ে রঙের মেলা ৷

ধানের শিষের দোলায় দুলে
এগিয়ে চলে সে, বার্ধক্য পেরিয়ে ৷
চির সবুজ, চির তারুন্যের প্রতীক
    সে আমার মাতৃভূমি
     আমার জন্মভূমি
     আমার দেশ
     আমার বাংলাদেশ ৷