বাঙালি আছে
বাংলাদেশ আছে,
আছে পদ্মা, মেঘনা, যমুনা
আছে বঙ্গোপসাগর,
আছে তাদের মোহনা ।
সবই আছে কাছে
কেউতো দাঁড়ায়না পাশে
মানুষ ছুটে তাঁর আশে,
পায় না তাঁর দেখা
এ যেন ভাগ্যের লেখা।
আজকে বাঙালি একা-
নিঃসঙ্গ-
কি নেই বলে ?
সবই আছে চলমান-
নেই শুধু জাতির জনক
শেখ মুজিবুর রহমান ।