পৃথিবীতে সবচেয়ে জটিল-কঠিন কাজ বিয়ে করা ,
ভুল করলেরে খেতে হবে, সারা জীবনের জন্য ধরা ;
জন্ম নেয়া যেমন কঠিন, তেমন মারা যাওয়া-
তারই মতো কঠিন, মনের মতো সঙ্গী পাওয়া ।
জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিন কর্মই বিধাতা নিয়ে,
আমি কি ঘটাতে পারি এসব, কব্জির জোর দিয়ে ।
চাকরি পাওয়া সহজরে ভাই, চাকরি পাওয়া ও যায়-
মনের মতো ব্যক্তিত্বের পাত্রী, কেবল খুঁজে পাওয়া দায় ।
বিয়ে একটা চরম জিনিস, পরম অনুভূতি;
ভালো মতো সঙ্গী পেলেই, তবে জীবনে পাবে দ্যুতি ।
আসছি একাই, যাবো একাই, মাঝে চিন্তা বিয়ে নিয়ে-
সাজানো সংসার সুখের হয়, ভালো রমণী দিয়ে ।
বিয়ে করেন, বিয়ে করেন, সব ভাইয়েরাই বলে;
বিয়ের মতো কঠিন কাজ কি, মুখের কথায় চলে ।
ভালোবাসার ঘরে যদি সুখ পেতে চাও,
প্রার্থনাতে মনের মতো সঙ্গী চেয়ে নাও ।

--------
১৪ চৈত্র, ১৪২৯