ভর দুপুরে
কোন সুদূরে
মন উড়েরে।
কোথায় যাবো?
মন জানে না
প্রাণ মানে না।

তোমার সাথে
একলা পথে,
হাত বাড়িয়ে
ঘাস মাড়িয়ে;
অচিন দেশে
কায়ক্লেশে।

স্বল্প দূরে
ঐ দেখা যায়-
ক্লান্ত হয়ে
বটের ছায়ায়,
গা এলিয়ে
মধুর হাওয়ায়।

অঘোর ঘুমে
স্বপ্ন চুমে-
এ দু' চোখে;
একটা পাখি
উঠলো ডাকি
মধুর সুরে।

উঠে বসি
হকচকিয়ে!
হঠাৎ করে
মনে পড়ে,
যাবো আমি
অচিন দেশে।

শুরু হলো
আবার চলা,
স্বপ্ন নিয়ে
এই বুকেতে-
অচিন দেশের
মধুর টানে।