যদি চাও, করতে তৈরি, সুন্দর সমাজ,
নিত্যই তুমি, কায়েম করো, শুদ্ধ নামায;
নামাযে তোর মন মজিলে, কলব্ আলো হয়,
কলব্ মাঝে নূরেরই স্রোত, নিত্য খুশি বয় ।
হারাম খেয়ে, হারাম পরে, পড়লে নামায হয় না;
এইরূপ নামায ঝুলে থাকে, রবের কাছে যায় না ।
ও নামাযী, নামাযকে তোর শুদ্ধ করতে হলে,
দূর করো তোর হারাম রুজি, প্রিয় নবী বলে ।
নিত্য তুমি খাও ঘুষ, পর সম্পদ করোরে লুটপাট,
বোনের সম্পদ ভাই লুটে, বহাল রাখে রাজার ঠাট ;
দুর্নীতির হারাম টাকায়, বাড়ি-গাড়ি, ধন-সম্পদ গড়ো,
ঐ আবাসে বসে তুমি, লোক দেখানো, কিসের নামায পড়ো?
নামায এক অসীম নেয়ামত, যদি করো সঠিক আমল,
নামাযেরই সুফল পাবে, দুনিয়া আখিরাতে হবে সফল ;
নামাযেরই ফলে তুমি, সুখের জান্নাত আবাস পাবে,
সঠিক নামায পড়লে তবে, পুলসিরাত পার হবে ।
নামায পড়ো পড়ার মতো, যেনো কবুল হয়,
নামাযের সুফল যেনো, তোমার জীবনে বয়;
জীবনে যদি কায়েম করি, পরিশুদ্ধ নামায,
তবেই পাবো সবে মিলে, শান্তি সুখের সমাজ।