পূর্ণ শশী খলখলিয়ে হাসে আকাশে,
মিষ্টি, নিশ্চুপ সুর-বাজে বাতাসে ।
জোছনার আলো ছড়িয়ে পড়ে ভ্যূলোকে;
লুকোচুরি আলো আঁধার তরু শাখে ।
মধুর জোছনায়, ধরণী মধুময়-
সুখ পাখি নিরবে গান গায় ,
চারিদিকে নিস্তব্ধ নিরবতা
প্রকৃতির মাঝে যেন, না বলা ব্যথা ।
সুন্দর, কোমল, মধুরও ক্ষণে
হারাবার আশা জাগে মনে ,
অসীম রাতেরও আকাশ পানে;
এত শোভায় মুগ্ধতা কে জানে ?
চাঁদের সাথে তারার হাসি
আকাশে যেন পূর্ণিমার খুশি,
মেঘের ফাঁকে চাঁদের লুকোচুরি
এলো গগনে স্বর্গের সুখপরী;
মধুরও ক্ষণে, জাগে যে আশা,
পেতে চায় শান্তি, সুখ আর ভালোবাসা ।