সাওম, এলো একটি বছর পরে,
এগারটি মাস অপেক্ষা, শুধু সাওমেরই তরে ।
‘মুমিন-মুমেনাতের’ হৃদয় আলো করে;
সাওম এলো সকলের ঘরে-ঘরে ।
পড়বো নামায, রাখবো রোজা সারা দিন ভর
আল্লাহর রহমত পাবো, নেই কোনো ডর ।
অন্যায় করে করেছি অনেক গুনাহ্,
নাযাতের সময়ে চাইতে হবে পানাহ্;
দু’টি হাত তুলে কাঁদবো মোরা অশ্রুসজল
মহান ‘দয়ালু দাতা’ করবেন দোয়া কবুল ।
মাগফেরাতের ডাক এসেছে তোমার তরে ভাই,
এসো সবাই রবের কাছে আমরা মাফি চাই ;
চাইবো মোরা রহমত, নাযাত, মাগফেরাত
তবেই মিলবে শান্তি-সুখের জান্নাত ।