আজ ফাগুনের আগুনে, জ্বললো যখন অবনী
দুঃখ গানে পাল তুলেছে আমার প্রাণের-তরণী,
আকাশ আমার বিষাদ ভরা, সুর তুলেছে একতারে
ঝরছে যে জল বিষম ধারায় নয়নেরই দু’ধারে ।
কৃষ্ণচূড়া, শিমুলেরা ঢেউ তুলে রং লাল ডালে
লাল মানে কষ্টের রং, কষ্ট আনে এই ভালে ;
আকাশ যখন নীলাঞ্জনা, ঊর্মি দোলায় বাতাসে
বেদনার রং নীল তখন জ্বালা আনে এই শ্বাসে ।
প্রাণ শক্তি নিভু- নিভু , ক্ষীণ যখন দৃষ্টি-
ধরার মাঝের মধুর হাওয়া দুঃখ করে সৃষ্টি ;
সকল আশার আলো যখন নিভে হারায় অনন্তে
কি এমন এসে যায়, আসা যাওয়ার এই বসন্তে ।