সোনালী ব্যাংক স্টাফ কলেজ, আছে উত্তরাতে,
সহস্র সোনালী ব্যাংকার, ট্রেনিং পায় এটি হতে;
জি এম স্যারের পরিচালনায়, প্রিয় একটি শিক্ষাঙ্গন;
নানান ফুলে সুশোভিত মহিমান্বিত এই শিক্ষাআয়তন।
চারিপাশে বিরাজ করে, ধবল, কোমল পরিবেশ-
এই প্রাঙ্গণে, মোহিত থাকে শিউলি ফুলের আবেশ;
লাইব্রেরীতে সুসজ্জিত, জ্ঞান ভান্ডারের হাজারো বই,
পড়ে পড়ে সে প্রজ্ঞার বই, মস্তিষ্ক উর্বর করে লই।
দাবা, ক্যারাম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন নানা খেলা চলে,
মুখরোচক, মজাদার খাবার থাকে, নিচের ডাইনিং হলে;
এজিএম স্যার আর ফ্যাকাল্টি মেম্বার স্যারদের শিক্ষাদান,
জ্ঞান সাগরে ডুব দিয়ে মোরা, মহৎ করে তুলি মোদের প্রাণ।
প্রিয় ব্যাংকের এই ক্যাম্পাস, সোনালী ব্যাংক স্টাফ কলেজ,
মোদের দক্ষ করে, জ্ঞানী করে, সৃষ্টিতে বাড়িয়ে তুলে নলেজ;
সোনালী ব্যাংকের বাতিঘর হয়ে, ছড়িয়ে যাচ্ছে আলো,
সেই আলোয় আলোকিত হয়ে, সেবা দিয়ে যাই ভালো।