চাকুরিটা আমার হলো একদম সরকারি,
জনগণের সেবায়, আমি ভীষণ দরকারি;
কতটুকু প্রয়োজন, আয়োজনের হুড়োহুড়ি-
এখনতো আটকে গেছে, ফটোশেসনের গুড়ি।

যখন অফিস আসি, সকাল দশটায় ফাঁকি,
কাজ কতটুকু করি, তার হিসাব দিবো নাকি ?
দেশেরই মাটি, মিষ্টি আলো, সুবাতাস মেখে চলি,
প্রজাতন্ত্রের কর্মচারী আমি, বুক ফুলিয়ে বলি ।

আমি দিলে জানি ফাঁকি, ফাঁকি দিতে থাকি,
হিসাবের যাতাকলে, দেখা হবে নাকি ?
দুর্নীতি, অনিয়ম, অসত্য কে নিয়ম বানিয়ে ফেলি;
সেবা গ্রহিতাদের সাথে, অন্যায় চতুর খেলা খেলি।

ঘুষ পেলে সহজে অসম্পূর্ণ ফাইলও পাশ হয়,
ঘুষ না দিলে সঠিক ফাইল ও আটকে পড়ে রয়।
আমলার যাতাকলে, পিষে মরে নিরীহ জনগণ,
কামলার মতো আচরণে, অতিষ্ঠ হয় গণমন।

ঘুষের রাজ্য, ঘুষের বাড়ি, ঘুষের ঘর সংসার,
ঘুষ দিলে, সব মিলে, সব অন্যায়ই সমাচার;
“সময় কিন্তু কথা বলে, অপেক্ষা শুধু সময়ের”
জবাব দিতে হবে, যারা পথে আছো অনিয়মের।