সালাম দিলে শান্তি মেলে
রহমতের দ্বার খোলে,
দুঃখ ঝরা দূর হয়ে যায়
হিয়ার মাঝে আরাম পায়।
সালাম এমন সহজ আমল
পুরস্কার আছে, হবে না বিফল,
সালামের ফলে আত্মীয়তা বাড়ে
বিবাধ বিদ্বেষ একেবারে ছাড়ে।
সালাম দাও, সালাম নাও
শান্তি সুখের দুনিয়া পাও,
শিখাও সালাম সন্তানেরে
সুফল পাবে রোজ হাশরে।