আগস্ট এলে ক্ষত হৃদয়ে ভিজে উঠে চোখ
এই শোক অসীম শক্তিতে পরিণত হোক,
পনেরোই আগস্ট আঁধার ঘেরা এক দিন
যেদিন বাঙালির স্বাধীনতা হয়েছিল মলিন।
লুটিয়ে পড়লো ফিদেল কাস্ত্রোর হিমালয়
ঘাতক হত্যাকারিদের বুলেটে রক্ত বয়;
গিরি ধাপে বহে যেমন ঝর্ণা ধারা
সিঁড়ির ধাপে লালে লাল রক্ত ধারা ।
বাঙালির বিজয় পুস্তকে কলঙ্কের পাতা
জয়ের গানে এ যেন এক দুঃক শোক গাঁথা,
মুজিবহীন বাঙালি জলবিহীন চাতক
মুজিব মানে বাংলাদেশ, জানে না তা ঘাতক।
হত্যা করা যায় স্বপ্নচারী-স্বপ্নদ্রষ্টাকে, স্বপ্ন কে নয়
মুজিবের স্বপ্ন আজ কোটি মানুষের স্বপ্ন হয়ে রয় ।