কুরবানি, কুরবানি, আজ ইদ এসেছে কুরবানি,
পশু যবেহ্ করতে হবে পেতে হলে মেহেরবানি ;
রাহে আল্লাহর দাও কুরবানি ওয়াজিব পালন করে,
গরিবের হক পৌঁছে দাও, সময় মতো, ঘর হতে ঘরে।
সঠিকভাবে দিলে কুরবানি কবুল হবেরে জানি,
কুরবানি, কুরবানি, আজ ইদ এসেছে কুরবানি ।
সুন্নত তরিকা পালনেই করো- সঠিক আমল,
নয়তো তোমার ত্যাগের মহিমা হবেরে বিফল।
মনের পশু যবেহ্ করাই বকরী ইদের বাণী,
কুরবানি, কুরবানি, আজ ইদ এসেছে কুরবানি ।
ইদের খুশি বিলিয়ে দিয়ে- কর সবাইরে আপন,
হিংসা বিদ্বেষ মিটিয়ে নে সব মনে ছিলো যা গোপন।
খুশির সুরে সবাই মিলে ইদ হবে দারুন মানি,
কুরবানি, কুরবানি, আজ ইদ এসেছে কুরবানি।