একটি ছেলে গোল গোল চোখ
মুচকি-মুচকি, হাসি-হাসি মুখ,
চুপচাপ থাকে, কথা বলে কম
মাঝে মাঝে দুষ্টুমি, যেন মি. টম ।
পড়ালেখা করতে চায় না
নানা সময় নানান বায়না ,
মা-বাবার আদরের ছেলে
টুপুস-টাপুস কথা বলে ।
মাঝে মাঝে উঁকিঝুকি
নানান কাজে দেয় যে ফাঁকি;
দোয়া করি, হোক ব্যথা-গ্লানি যতো,
তুমি যেন বড় হও হিমালয়ের মতো ।
সে তো আর কেহ নয়, বাকি নেই বুঝার
তুমি হলে রূপম, খালাতো ভাই আমার ।