রং লেগেছে শিমুল পলাশ ডালে
সুর উঠেছে কালো পিকের গলে,
জাগরণীর তান বাজিছে শীত কুয়াশার তলে
অটবিতে নতুন কুঁড়ি আসবে আবার বলে ।
আগুন লেগে জ্বলে উঠে প্রেম প্রিয়সীর মন
কখন হবে প্রিয়ার সনে মধুর মিলন ক্ষণ,
প্রেম বিরহে আত্মা যখন থাকে অচেতন
ঋতুরাজের পবন লেগে হয় যে সচেতন ।
ফুলে ফুলে গান গেয়ে যায় রঙিন প্রজাপ্রতি
প্রকৃতিতে সাড়া তোলে নতুনত্বের জ্যোতি,
ঝরা জীর্ণ ছিন্ন করে প্রাণে আনে গতি
ধরা মাঝে আলোক ছড়ায় “বসন্ত” মহারথী ।