বর্ষার ও দিন, বর্ষার ও ক্ষণ-
বর্ষাময় হোক সারাটা জীবন,
বর্ষণ মূখর ও বর্ষার ও কালে
গরজে বর্ষে, হর্ষে-হর্ষে ;
মধুর ও ছন্দ, নাচে আনন্দ
গগন ও মাঝে সুখেরই দ্বন্দ্ব ,
আকাশ মাটির মিলন ও ক্ষণে
ময়ূরী নাচে বর্ষার ও দিনে ।
ধরা মাঝে সুখের উল্লাস
সৃষ্টির মাঝে সুখের উচ্ছ্বাস ,
হিয়ার মাঝে বাজের কাঁপন
মাঝে পবন তুলে আলোড়ন ;
বর্ষণ মূখর বৃষ্টির কালে
সজীবতা জাগে প্রকৃতির ভালে,
সকল অনিয়ম, অন্যায় বর্ষার জলে
ধুয়ে মুছে যাক ধরনী তলে ।