অপলক তীক্ষ্ণ দৃষ্টিতে, হারাই আমি মন,
তোমার হৃদয়ে রেখো আমায়, করে যতন;
তোমার গহীন মনে, গড়তে চাই স্থায়ী আবাস-
মন বাগানে, নিতে চাই, হৃদকমলের সুবাস।
স্রষ্টা তোমায় করেছে সৃজন, আমার জন্য-
ধরা মাঝে, খুঁজেছি তোমায় আমি, হয়ে বন্য ;
তুমি হৃদয় মাঝে থেকে - ছিলে অনেক দূরে,
খুঁজে পাইনি, মোহন বাঁশির গভীর সুরে।
তোমার ঐ নিশি কালো দীঘল ঘন চুলে,
বিলুনি কাটে মন আমার, সকল ভুলে ;
অধর তোমার গোলাপ যেন, রাঙা বাগে -
ঐ গোলাপের খুশবু মাতে, মনের রাগে।
তুমি আমার প্রিয়সী, জেনো, "মেহের নিগার"
গড়েছি আমি তোমার জন্য, প্রেম কারাগার ;
তুমি আমি দুজন মিলে, গড়বো সুখের নীড়,
সেথা এসে করবে সকল- ফেরেশতারা ভিড়।
উৎসর্গ : আমার প্রিয়তমা "মেহের নিগার" কে।
৩ চৈত্র, ১৪৩০। নিজ বাড়ি।