চতুরঙ্গ সহযোগে ক্রন্দসী ভ্রমিয়া
ইন্দিবর, শুচিস্মিতা বদন যাহার,
নশ্বর আমি মরি মাতৃস্নেহ খুঁজিয়া
হিতৈষী সংশপ্তক মা হলো আমার ।
অকুতোভয় কর্মঠ সন্তান কল্যাণে
কোনো ব্যথা জ্বালা নয় থাকে খুশি মনে,
তুমি যত বড় হও ধনে জনে গুণে
স্বর্গসুখ শান্তি থাকে মায়ের চরণে ।
মাতৃহীন গৃহ তোর অচল আঁধার
হতভাগ্য, আকাট মূর্খ জন্ম নিলো সে,
রহমতের দরজা বন্ধ হলো তার
নিকটে পাইয়াও মাকে সেবিল না যে ।
যদি কোনো বাচাধন মাকে দাও কষ্ট
মনে রেখো কথাটি তোর জীবন নষ্ট ।