ডেবিট ক্রেডিট মিললে হিসেব খুশি,
চার্জার ফোনে মিললে ব্যাটারী খুশি,
মনে-মনে মিললে প্রেমযুগল খুশি;
তাকানো আর দেখা এক নয়-
যখন শিক্ষকের বীজগণিতের বোর্ডে দেখি ভালোবাসার উপপাদ্য;
পথের ধারের শুকনো পাতা যখন লাল কৃষ্ণচূড়া,
চৌরাস্তার বিলবোর্ডে নারী অবয়বে দেখি তোমার মুখচ্ছবি-
তখন তুমি জেনে নিও, তোমায় ভালোবাসি প্রিয় ।
তোমার ঐ ডাগর চোখ, যেন প্রেম সাগর-
আমি ডুবে মরি;
তোমার ঐ বুক, যেন প্রেম আকাশ-
খেচর হয়ে চরি ।