ডুব দিয়েছি অতল তলে
প্রেম দরিয়ার গভীর জলে,
প্রেম প্রিয়সীর দামী মনের, মুক্তা যদি মিলে;

তোমার ঐ কোমল কপোল
ছোঁয়া পেতে অধর আকুল,
ভালোবাসার ছায়াপাতে,যেন তোমার আঁচল;

কৃষ্ণকালো তোমার অলক
কপালে ঝরে প্রেমের ঝলক,
রূপে তোমার মুগ্ধ নয়ন, দৃষ্টি অপলক;

ভ্রমর কালো ডাগর আঁখি
দৃষ্টিপাতে লোচন রাখি,
ডুবে যাই প্রেম সাগরে, ঊর্মিমালা মাখি;

তোমার ঐ বুকের আকাশ
বহে যেথা প্রেমের বাতাস,
গগণ জুড়ে মেঘমালা, প্রেম বৃষ্টির আবাস;

তোমার ঐ গোলাপি অধর
প্রেমিক বুঝে তারই কদর,
তোমারি ওষ্ঠযুগল, প্রেমরাজ্যে দরজা-সদর;

দুধে আলতা রূপ তোমার
শশী বলে মিতা কাহার?
রূপ জ্যোস্নায় পুড়তে রাজি,এ জীবন আমার;

ওগো আমার প্রেম প্রিয়সী
তোমায় অনেক ভালোবাসি,
প্রেমবাঁধনে যুগল হবো,তাইতো ফিরে আসি।