টাকার দরকার কতটুকু, কত টাকা ?
ঢাকায় নাকি টাকা উড়ে, নাকি ফাঁকা ?
জীবন সেতো আর ছন্দে বাঁধা পদ্য নয়
গদ্যে লেখা জীবন আমার শুধু ব্যথাময় ।
কবে এ জীবনে দেখবো সুনীল সবুজ
বুঝি না আমি কিছুই যেন একটি ছোট্ট অবুঝ,
অবাক হওয়ার কিছুই নাই এখানে
ধুরন্ধর, চাটুকার, দুই নাম্বার লোক বেশি যেখানে;
শুধরাবো আমি, অর্থাৎ ভালো থেকে কি-
তাদের মতো হবো ? তারা হচ্ছে আমার মতো কি ?
জানি না কিছুই, জানার আর ইচ্ছে জাগে না
এই ব্যস্তময় নগরীতে কারো আর্তনাদ হৃদয়ে পৌঁছে না ।
কেউ কারো তরে নয়, নয় কেউ আমার
সবাই যে যার মতো, ব্যস্ত জীবন সাজাবার,
যাক, সে কথা, সবাই না হয় বড় হবে-
এই অধম বালুকণা সম, পথমাঝে পড়ে রবে ,
ভয় কি আর জীবন যদি যায়, শুধু ডালে ভাতে
আক্ষেপ থাকবে না কোনো, যদি পারি শান্তিতে ঘুমাতে ।