হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত,
মুমিনের জন্য নেয়ামতের রাত,
পবিত্র কুরআন অবতীর্ণের রাত,
গুনাহ্ খাতা মাফ পাবার রাত ।
এই রাতেরই ফজিলতে,
মিলবে খুশি জান্নাতে,
মিলবে অসীম শান্তি ও সুখ-
দূর হবে যে, কলবের অসুখ ।
কাটাবো এই রাত ইবাদতে,
পরিজনদের নিয়ে সাথে;
পানাহ্ চাইবো আল্লাহর কাছে,
রবের কাছে সবই আছে ।
চাইতে যদি পারি অসীম সুখ,
উজ্জ্বল হবে নূরে তে মোর মুখ;
কলব মাঝে নূরানী ভাব-
দূর হয়ে যাবে সকল অভাব।
লাইলাতুল কদর মহিমান্বিত রাত,
জিকির করবো পরিবারের সাথ,
নামায পড়বো হাতে বেঁধে হাত;
তবেই মিলবে শান্তি সুখের জান্নাত ।