বছর ঘুরে ফিরে আসে
লাইলা-তুল-বরাত,
ইবাদতের মধ্য দিয়ে-
কাটাবো সারা রাত ;
পড়বো নামায সারারাতি
কবর মাঝে জ্বলবে বাতি,
মিলে মিশে সবার সাথে
করবো দোয়া এই না রাতে;
মহান আল্লাহ করবেন কবুল
জীবন ভর হবো সফল ।
দূর করে সব ভয় ভীতি
বাড়িয়ে দিবেন সম্প্রীতি,
লাইলা-তুল- বরাতের শিক্ষা
জীবনে হোক নবীর (সা.) দীক্ষা ।